ছোটন সাহা, জার্নাল রিপোর্ট।।
পবিত্র ঈদ_উল_ফিতরের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে ভোলার বিনোদন কেন্দ্রগুলো। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকেল থেকে শুরু করে বুধবার (২ এপ্রিল) বিকেল পর্যন্ত দেখা গেছে পর্যটকদের মুখরিত ঢল।
পরিবার ও প্রিয়জন নিয়ে একটু বিনোদনের আশায় ছুটে আসছেন পর্যটকরা। বিশেষ করে মেঘনা পাড়ের তুলাতলী, ইলিশবাড়ি, আলাপন রিসোর্ট, ইলিশা লঞ্চঘাট ও বেতুয়া প্রশান্তি পার্কের পর্যটন স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে দেখার মতো। পর্যটকদের আর্কষণ করতে বাহারি সজ্জায় সাজানো হয়েছে এ স্পটগুলো। তাই দর্শনীয় এসব স্পটে ছুটে আসছেন পর্যটকরা। প্রকৃতির সঙ্গ পেতে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসছেন নানা বয়সের মানুষজন।
সরেজমিনে দেখা গেছে, নদীর উত্তাল ঢেউ, বাহারি বৃক্ষরাজি আর সিসি ব্লকে বসে সবুজের দ্বীপ দেখার সুযোগ রয়েছে তুলাতলী বিনোদন কেন্দ্রে। চারদিকে নির্মল বাতাস, একপাশে ছোট ছোট গাছপালা আর অন্যপাশে মেঘনার ঢেউয়ের শব্দ। বিস্তীর্ণ এলাকাজুড়ে নানা প্রজাতির বৃক্ষরাজি। প্রকৃতির এমন রূপ লাভন্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। ঈদের ছুটিতে যা পরিণত হয়েছে জনস্রোতে। ঘুরতে আসা পর্যটক আফনান, জাহিদ ও শারমিন আক্তারসহ কয়েকজন পর্যটকরা বলেন, ভোলাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এসব স্থানে এলে মন জুড়িয়ে যাবে। পরিবার-পরিজন নিয়ে মেঘনা পাড়ে নির্মল পরিবেশ উপভোগ করতে এসেছি। সব মিলিয়ে খুব ভালোই লাগছে।
এদিকে, তুলাতলী পার্কসহ বেশ কয়েকটি স্পট ঘুরে দেখা গেছে, কেউ প্রিয়জনদের নিয়ে ঘুরছেন। কেউবা নৌকা স্পিটবোটে ঘুরে আনন্দ উপভোগ করছেন। কারো মধ্যে যেন উৎসবের কমতি নেই। ঈদের প্রথমদিন থেকে বিপুল সংখ্যক পর্যটকদের ঢল নামায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, আমাদের ইলিশ বাড়ি ঈদ উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তাই পর্যটকদের আকর্ষণ বাড়ছে।
অন্যদিকে, ঈদে উদযাপনে সব ধরনের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ঈদে সব স্পটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষ যেন সুন্দরভাবে আনন্দ উদযাপন করতে পারে সেজন্য গুরুপ্তপূর্ণ স্থানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
You cannot copy content of this page