ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলায় জেলেদের সরকারি ১১ বস্তা চাল কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ কালে উদ্ধার করেছে ভোলা পুলিশ।
বুধবার (০৯ এপ্রিল) রাত ০৯:১০ মিনিটে সময় লালমোহন থানাধীন ধলীগৌরনগর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের ভেদুরিয়া সাকিনস্থ আসামী মোসলেহ উদ্দিন এর বসত ঘরের ভিতর হতে সরকার কর্তৃক প্রদত্ত জেলেদের চাল কালোবাজার কারবারি করার উদ্দেশ্যে অবৈধ ভাবে মজুদ ১১ বস্তা চাল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনায় ১। মোসলেহ উদ্দিন (৫০), পিতা- মৃত মোহাম্মদ চৌকিদার, মাতা- মৃত বিবি মালেকা, ২। মোঃ শাকিল (২৬), পিতা- মোসলেহ উদ্দিন, উভয় সাং-ভেদুরিয়া ০২নং ওয়ার্ড, মোহাম্মদ চৌকিদার বাড়ী, ধলীগৌরনগর ইউপি, থানা- লালমোহন, জেলা- ভোলা।
এছারাও অজ্ঞাতনামা আরো ০২/ ০৪ জন আসামী করে লালমোহন উপজেলা আইসিটি অফিসার এবং ধলীগৌরনগর ইউনিয়ন প্রশাসক মোঃ রবিউল আলম একটি এজাহার দায়ের করে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৫, তারিখ- ১০ এপ্রিল, ২০২৫; ধারা- 25(1) The Special Powers Act, 1974 এ মামলা রুজু করা হয়।
You cannot copy content of this page